ভালোবাসা এমনই হয়
-শেখ নুর মোহাম্মদ কাইফ
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
একটি লাল গোলাপকে ভালোবেসে
আমি কাঙালের মতো – দুরত্ব মুঁছে দিয়ে
যাত্রাপথ এসে বুকের কাছে
নিয়ে করতে চেয়েছি জীবনভর আলিঙ্গন!
লাল গোলাপের শিহরন
মনের সাগরে তুলে প্রান উচ্ছল ঢেউ,
প্রেমেই ছিলো হয়তো কমতি,
লাল গোলাপের আলিঙ্গন না
পেয়ে ভেবে নিয়েছি হয়তো,
কমতি ছিলো বিস্তর।
অনুশোচনার তীব্র দহনে পুড়তে পুড়তে
অঙ্গার হয়েও তবু জ্বলছি বারুদের ন্যায়।
ভালোবাসা এমনই হয় –
আঁচলে লুকোনো জীবনের
যে দুঃখ যন্ত্রনাগুলো
পাহাড়ের মতো নিরবে
চিৎকার করছে বুকের ভেতর,
রক্তস্রোতে যে অভিমান বইছে এতকাল!
ভাবতে শুধু-
দুই চোখে যার তীব্র খরার চাষ-
বুঝবে কি আর
এই চোখের আজ প্লাবিত হবার
থৈ থৈ ইতিহাস।।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
নামঃ-শেখ নুর মোহাম্মদ কাইফ। পেশাঃ- শিক্ষার্থী। জন্মস্থানঃ-ঢাকা,বাংলাদেশ। মৃত্যুঃ-ইশ্বরের রহস্যময় ইন্দ্রজালে আবদ্ধ। লেখালেখিঃ-কবিতা,উপন্যাস। প্রকাশনাঃ- একটি বিচ্ছেদের গল্প,যৌথপ্রকাশিত তুই তোকারির কাব্য -৩,যৌথপ্রকাশিত কবিতার পৃথিবী লিটল ম্যাগাজিন শখঃ-ক্রিকেট খেলা,অবসরে কবিতা পড়া ও লেখা। উদ্দেশ্যঃ-প্রচলিত ধারার জীবনও জীবীকা এবং প্রচলিত ধারার সাহিত্য পরিবর্তন।