কোন অপরাধে

-গৌর গোপাল পাল

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

এই না শীতে কাঁপছে দেহ

যায় না থাকা ঘরে!

অনাথ যারা নেইকো কেহ

তারাই বা কি করে!!

মাথার ‘পরে খোলা আকাশ

ফুটপাতে বাস যার !

ভিক্ষান্নেই কাটে বারোমাস

কি অবস্থা হয় তার!!

কেউ দেখে না তাদের চেয়ে

কষ্টে জীবন কাটে!

জীবন রয়েছে দুঃখে ছেয়ে

এই না ভবের হাটে!!

কি অপরাধ করেছিলো সে

কোন দোষে এই সাজা!

জিজ্ঞাস করি এই সমাজে

উত্তরটা দাও তাজা!!

পারবে নাকো তোমরা জানি

নিজেরাই হও দোষী!

সমাজ শাসক গণ্যি-মানী

ভাবছি যে তাই বসি!!

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

কবি পরিচিতিঃ-

কবি গৌর গোপাল পাল। বাংলা সাহিত্যের সব শাখাতেই কম-বেশি বিচরণ। আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুমোদিত গীতিকার। বহু প্রথিতযশা শিল্পীরা তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন। ১৯৯১ সালে পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চে বিজ্ঞান বিষয়ক গান লিখে রাজ্যস্তরে প্রথম হওয়ার সুবাদে রাজ্য ও ভারত সরকারের আর্থিক সহায়তায় সেগুলি ক্যাসেট করা হয়। এছাড়া আই আর ই পি’র জন্য কিছু ছড়া লিখে দিলে সেগুলি ইংরাজি ও হিন্দিতে অনুবাদ করে সরকারি ভাবে প্রচার করা হয়। আকাশবাণী শান্তিনিকেতন থেকে যেমন কথিকা পাঠ করার সৌভাগ্য হয়েছে তেমনি আকাশবাণী মুর্শিদাবাদ থেকেও স্বরচিত কবিতা পাঠের ভূমিকা রয়েছে। লাভপুর ও কীর্ণাহারের কথা, অট্টহাস লাভপুর, কিছু গান কিছু কথা ( ১ম ও ২য় খণ্ড ) এবং ছন্দে ভরা দাদুর ছড়া শিরোনামে প্রকাশিত গ্রন্থও রয়েছে পাঁচখানি।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*