নতুনের আগমনে

-অনিল কুমার পাল

∞∞∞∞∞∞∞∞∞∞∞

নতুন বছরের আগমনের প্রতীক্ষায় আছি সবাই মিলে,

পুরাতন বছর স্মৃতি হয়ে থাকুক হৃদয় কোনে।

পুরাতন গানের মাঝে লুকিয়ে থাকে নতুনত্ব

অতীতকে ভুলি কেমনে।

কোন ক্ষেত্রে পুরাতনকে ভুলিয়ে যেতে হয়

নতুনের বারতা নিয়ে এগিয়ে চলতে হবে।

বরণডালা নিয়ে আছি নতুনের আগমনে

ঋতুপরিক্রমায় চলে যাবে দিনক্ষণকাল।

সূর্য অস্তে হয়ে যায় দিনের অতীত,

প্রভাতের সূর্য সবার মনে জেগে উঠুক।

নতুনের আলো বয়ে যাক হৃদয়ের মাঝে,

ক্রমাগত যোগ বিয়োগে বছর নতুন আসুক।

ধারাবাহিকভাবে সময় নদীর স্রোতের মতো বয়ে চলে

নব নব গানে মোরা আন্দোলিত প্রাণে,

নব ধারায় পৃথিবী সাজে রাঙিয়ে যাবে সবার মনে

এই আশাটুকু নিয়ে ভাসিয়ে দিব নতুনের গানে।

নব সৃষ্টির মাঝে উদ্ভাসিত হয়ে জ্বলে উঠবে সবার মনে,

হিংসা ভুলে সবার তরে এগিয়ে যাব হাত ধরাধরি করে।

পৃথিবী থেকে আত্মগ্লানি বিবাদ দুরভিত হবে ,

অপশক্তি থাকবে না, নব আলো উদ্ভাসিত হয়ে উঠুক।

পৃথিবীময় আনন্দের ফোয়ারা ভাসিয়ে আগামীর প্রত্যাশায় থাকি।

কালের পরিক্রমায় পুরাতন নিবে বিদায়,

নতুনকে স্বাগত জানাতে আনন্দমুখর থাকি।

∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

অনিল কুমার পাল, পিতা মৃত দ্বিজ পদ পাল, মাতা মৃত রেনু বালা পাল, তিনি বাংলাদেশের মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া গ্রামে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি এখন একটি বিশেষায়িত ব্যাংকে অডিটর হিসেবে কর্মরত আছেন। তার বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, তিনি অনলাইনে লেখালেখি করেন।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*