অলৌকিক রাতের আঁধার
-মমতা শঙ্কর সিনহা(পালধী)
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
অলৌকিক কোন এক রাতের আঁধার
মর্গের চৌকাঠে পৌঁছেছে কোন এক অজানা লাশ,
সেটা হত্যা!!না আত্মহত্যা—তার আসল গল্প লিখবে ফরেন্সিক রিপোর্টের কলম-কালির দাগ।।
নিথর দেহের আত্মারা আজ পাপমুক্ত,
শেষ সময়ে তাদের বন্ধু শ্মশান যাত্রীদের একমাত্র সাক্ষী নদীকুলের
শতাব্দী প্রাচীন অশ্বথের ঝরা পাতার খস খস।
জলন্ত ফার্নেস্টের গনগনে আঁচে
পুড়ে যাচ্ছে আমাদের প্রণয়,
হায় ঈশ্বর!!!তুবও তুমি বুঝলে না
আমাদের নিঃস্বার্থ প্রণয়ের গহীনতা করতে পারলে না অনুধাবন!!
বিরূপ হলো না মৃত্যুর পূর্ব মুহুর্তে—-
তোমার ব্রহ্মতালুতে জমে থাকা প্রবল
সন্দেহ প্রবণতার বীজ—–
বৃথা ছেড়ে চলেগেলে এ মায়ার সংসার অকালে,
বুজলে না এ পৃথিবী,এ সংসারে কত মানুষ আজও তোমার প্রসংশায় পঞ্চমুখ।
দিন যায় দিন আসে—
আর রাতের আঁধারে শকুনের দৃষ্টির মত মৃত্যু ছুটে আসে অনন্ত নিরাকার হয়ে।
আমার ভালোবাসার লালিত্যে তোমার মুখাগ্নি——-
আমার আলতা পায়ের ফেলা আসা স্মৃতিচিহ্ন—-
সব স্মরণিকার সরণি বেয়ে সবকিছু যায় আসে নদীর উজান ভাটার টানে।
অলৌকিক রাতের আঁধারে ঘুমন্ত জ্যোৎস্নার আলোকে নিখুঁত বিলীনতায় অন্তিম পরিণতি পাচ্ছে
মর্গের হিমশীতল ভালোবাসার অজানা লাশ।
প্রবল মর্মবেদনায় চিৎকার করে কাঁদছে আত্মা—
জলন্ত ফার্নেস্টের ধোঁয়ায় কেবলমাত্র শ্মশান বন্ধুরা শুনতে পাচ্ছে—–“আমি বাঁচতে চাই—-
ফিরতে চাই তোমাদের মাঝে”।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
আমি কবি ও বাচিক শিল্পী অ্যাডভোকেট মমতা শঙ্কর সিনহা(পালধী)ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার নববারাকপুরের বাসিন্দা।আমার একক গল্পের বই “এক গুচ্ছ গল্প ” ও বেশকিছু সুনামধন্য পত্র পত্রিকা এবং সাহিত্য পরিবারের পক্ষ থেকে বেশ কিছু যৌথ সংকলনে আমার লেখা কবিতা ও গল্প ইতিমধ্যেই প্রকাশিত হয়ছে ।আমি বিভিন্ন সম্মাননানা ঐ সকল সাহিত্য পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই সম্মানিত হয়েছি বেশিরভাগ সময়ই।