বৈচিত্রহীন জীবন
-শিবানী সাহা
≠≠≠≠≠≠≠≠≠≠≠≠
বৈচিত্রহীন একঘেয়েমি জীবন প্রতিদিনের
স্বপ্নহীন চোখের পাতা বুজতে হয়
একরাশ দুশ্চিন্তার পাহাড় বুকে করে।
পাশে শোয়া মানুষটার হাঁপানির কষ্ট দেখে
বেদনায় অশ্রু ঝরে পড়ে নীরবে।
হাত টানাটানি বাবুর বাড়ির মাইনেটা
পেতে এখনো দশ বারো দিন বাকি,
সময় মতো তাই পারে না ওষুধের যোগান দিতে।
ভোর চারটে বাজতে না বাজতে ছুটতে হয়
প্রতিদিন বাড়ি বাড়ি ঝি গিরি করতে,
কামাই করার কোন উপায় নেই
কামাই করলে বাবুদের মেজাজ তুঙ্গে।
অপুষ্টিতে ভুগছে কোলের ছেলেটা
আধ পেটা খেয়ে কতদিন আর চলে,
ভালো-মন্দ কিছুই দিতে পারেনা ওর মুখে।
ভাগ্যের বিলম্বনায় বসত আজ পথের ধারে
ভাঙাচোরা পলেস্তরা খসা বাড়িতে।
জীবন যুদ্ধের লড়াই সেই ছোট্ট থেকে
পিতৃহীন জীবন কেটেছে নিদারুণ কষ্টে।
মানুষ বলে কেউ গণ্য করে না,
গরিব নোংরা বস্তির বাসিন্দা বলে।
হার মানতে জানে না ওরা
যুদ্ধ করে চলে প্রতিনিয়ত জীবন আঙিনাতে,
প্রতিজ্ঞাবদ্ধ সুখের আলোকে একদিন স্পর্শ করবে।
≠≠≠≠≠≠≠≠≠≠≠≠
কবি পরিচিত:-
আমি শিবানী সাহা। জন্ম উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। বর্তমানে আমি হুগলি জেলার কোন্নগরের বাসিন্দা। কবিতা লিখতে ও পড়তে ভালোবাসি।সংসারে অবসর সময়টুকু আমার কাটে কবিতা নিয়ে।গ্রাম্য পরিবেশে বড় হয়ে ওঠার দরুন প্রকৃতি পরিবেশ ও সাধারণ মানুষের জীবন যাপন নিয়ে লিখতে খুব ভালো লাগে। আমি একজন সামান্য গৃহবধূ।