উজ্জীবন
-বিজয়া মিশ্র
∞∞∞∞∞∞∞∞∞∞
আসতে যেতে অনেক কচি মুখ
দেখেও না দেখা- হয়তো সময় নাই,
অনেক মুখ বড়ো অসহায় লাগে
কারো কারো মুখে প্রতিজ্ঞা খুঁজে পাই।
কেউ নিরন্ন অনেকগুলো দিন
শ্রমের ফসল তুলে দেয় সংসারে,
ক্ষুধা সূচকের তালিকায় নাম নেই
কারো আবার ঠাঁই মেলেনি ঘরে।
সকল শিশুই ঘুমন্ত কলি মেন
সকল শিশুই যত্নের প্রত্যাশী
সকল শিশুই নিষ্পাপ দেহে মনে
অমন শিশুরা অনাদরে রাশি রাশি।
বিক্ষত হয়ে ছিঁড়ে যায় কত কলি
পথের ঠিকানা উপহার দিল কেউ
কারো অন্তরে মুক্তো নিহিত ছিল
বালুকা বেলায় তুলে এনেছিল ঢেউ।
একদিন সেই মুক্তো বিচ্ছুরণে
হয়তো রশ্মি বাঁচাবে ওদের স্বপ্ন
মাথার ওপর ছায়া মেলে ধরা বৃক্ষ
ছায়া,ছাদ দেবে- পাবে এতটুকু যত্ন।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি বিজয়া মিশ্র। আদি নিবাস পূর্ব মেদিনীপুরের একটি গ্ৰামে। গ্ৰাম্য উন্মুক্ত পরিবেশের বৈচিত্র্য মাঝে আমার বেড়ে ওঠা, লেখাপড়া এবং লেখালেখির সূত্রপাত ।স্কুল শেষ ক’রে কলেজ, বাংলা বিভাগে স্নাতক( মুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয় থেকে),জুনিয়র বেসিক ট্রেনিং-সরিষা রামকৃষ্ণ মিশন থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এড, এবং অন্যান্য কিছু ডিপ্লোমা, ডিগ্ৰী ও সোস্যাল স্টাডিজ নিয়ে পড়াশুনা, মেডিকেল এরিয়ায় শিক্ষিকা ও অন্যান্য পদে অন্ততঃ পনের বছর অতিবাহিত ক’রে বর্তমানে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরতা এবং কলকাতার যাদবপুরে বসবাস করি।
নমস্কার, ধন্যবাদ।