পরকীয়া

-আশীষ খীসা

∞∞∞∞∞∞∞∞∞∞

পরকীয়া করো যদি

পাবে তুমি দুঃখ,

সারাজীবন জ্বলবে তুমি

পাবে না যে সুখ।

সাময়িক হয়তো যে পাচ্ছো

তুমি খুবই সুখ,

অথচ মনের অজান্তেই

ডাকছো তুমি দুঃখ।

পরকীয়া কতো জ্বালা

পড়লে বিপদে,

মান-সম্মান যে আর থাকেনা

থাকে আপদে।

পরকীয়া করো যদি

স্ত্রী হবে রাগ,

সেই সাথে তো স্বামী আছে

বলবো না আর যাক।

পরকীয়া ক্ষতি করে

ব্যক্তি বিশেষে,

পরিবার তো আছে বটে

সাথে সমাজে।

∞∞∞∞∞∞∞∞∞∞

সংক্ষিপ্ত কবি পরিচিতি :

কবি আশীষ খীসা , পিতা – বিনয় কান্তি খীসা, মাতা – গোপা দেবী খীসা, গ্রাম – দীঘলীবাঁক, রাঙ্গামাটি। তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বর্তমান কর্মস্থল – আলীকদম উপজেলা, জেলা বান্দরবান। তার যৌথ কাব্যগ্রন্থ ১২টি। তিনি একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার ও শিল্পী। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সহিত জড়িত আছেন। তিনি তার সাহিত্যকর্মের জন্য এ যাবত অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*