কবিতার কথা

-সত্যজ্যোতি রুদ্র

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

সব কবিতা কবিতা নয়

গুণী লেখকসমাজ কয়,

কবিতার মান উৎকর্ষতা

সৃজন কাজের পরিচয়।

গদ্যে-পদ্যে ছন্দে-মাত্রায়

ভাব প্রকাশে কবিতা,

হৃদমাঝারের বিমূর্ততায়

নিটোল আঁকা ছবিটা।

অন্ত্যমিলের মিলকরণে

কেউ বা লিখে কবিতা,

উদ্ভট চিন্তা-কল্পে সয়লাব

আদ্যোপান্তে মোড়া তা।

সরল কথায় সহজ ভাষায়

দিলে বার্তা দোষের নাই,

কবিতার রূপ-কল্প গাঁথায়

রুচি বোধের প্রমাণ পাই।

তাল-বেতালে গোল পাকিয়ে

শব্দ যোজন করলে তায়,

ভাব ব্যঞ্জনায় অসঙ্গতি

পদের মিল খুঁজে না পায়।

নিপুণ কথায় গভীর চিন্তায়

বিষয় ভাবনা ফোটায় যে,

শ্রুতি -শ্রাব্যের মেলবন্ধনে

বিমোহিত করে সে।

বিচিত্রতার চিত্রিত রূপ

গন্ধ-রসের ব্যাকুল সাজ,

কবির কাব্যের সৃজন শৈলী

পাঠক হৃদে করবে রাজ।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি–

সত্যজ্যোতি রুদ্র (সহ.শিক্ষক), চকরিয়া, কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন, চট্টগ্রাম।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*