পায়ের তলার মাটি

-স্বপন গায়েন

≅≅≅≅≅≅≅≅≅≅≅

পালকির গান থেমে গেছে

আকাশের চাঁদ শুয়ে আছে উঠোনে

পালকি বাহকদের চোখের জল শুকিয়ে গেছে

জীবিকার তাগিদে পাল্টে গেছে ওদের রুজি রুটি।

সংসার চলে না –

বেঁচে থাকাটাই ভীষণ কঠিন

জীবন থেকে মুছে যাচ্ছে সেই মধুর ধ্বনি

হুন হুনা রে হুন হুনা …

বর কিংবা কনে উভয়েরই জন্যে চার চাকাই

সময় বদলে গেছে, বদলে গেছে মানুষের মানসিকতা

পায়ের তলার মাটি সরে যাচ্ছে নিজেদের অজান্তে।

বিষণ্ণ বিকেল মন খারাপ করে বসে

পালকি বাহকদের কান্না কাব্য ভুলে গেছে সব্বাই

সভ্যতার শিকলে বাঁধা ওদের জীবনের গল্পগুলো –

পথ বেঁকে গেছে অন্ধকার গলির মধ্যে

জীবন থেকে হারিয়ে যাচ্ছে সুখের রংমশাল

আকাশ জুড়ে এতো রোশনাই তবুও ওদের জীবনটা আঁধারে ঢাকা।

≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি- 

ঠিকানা – গ্রাম – রঘুনাথপুর, পোষ্ট – বীরেশ্বরপুর, থানা – মন্দিরবাজার, জেলা – দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হিসাবসাস্ত্রে অনার্স নিয়ে বাণিজ্যে স্নাতক। বাবা ছিলেন পোষ্ট মাস্টার। মা গৃহবধূ। একক কাব্যগ্রন্থ “আধ খাওয়া চাঁদ” প্রকাশিত হয়েছে ২০২০ সাল। একক দ্বিতীয় কাব্যগ্রন্থ “হেমন্তের পাখি” প্রকাশিত হয়েছে ২০২১ সাল। পরমাণু কবিতার বই “শৈশব চুরি” প্রকাশিত হয়েছে ২০২১ সাল। পঞ্চবান কবিতার বই “মুক্তির স্বাদ” প্রকাশিত হয়েছে ২০২২ সাল। চতুষ্টয় কবিতার বই “ মায়ের শরীরে রামধনু রঙ” প্রকাশিত হয়েছে ২০২২ সাল। একক তৃতীয় কাব্যগ্রন্থ “খেলার পুতুল” ইবুক প্রকাশিত হয়েছে ২০২২ সাল।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*