পুরুষ তুমি
-পুষ্পিকা সমাদ্দার
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
পুরুষ তুমি সত্যি কি নিঠুর
মন কি নেই তোমার,তুমি ও
তো মানুষ আবেক অনুভূতি
প্রদান করো সহস্রবার।
তবে কেন, কিসের ছলনা এতো
একটি নারীর সনে করো?
অযাচিত হয়ে ভালোবাসার বিবরণ
দিয়ে একটি নারীকে জড়িয়ে ধরো।
কত স্বপ্ন দেখাও রঙবেরঙের
তাতে প্রত্যশা আরও বাড়ে,
শামুকের ন্যায় গুটিয়ে যাও সত্যিটা
যখন হাতেনাতে ধরা পড়ে।
গিরগিটি সম রঙ বদলানো হতে
কী পারে মানুষের ধর্ম?
মুখোশ এবার ত্যাগ করে তুমি,
সঠিকভাবে করো নিজ কর্ম।
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
কবি পরিচিতি –:
আমি পুষ্পিকা সমাদ্দার, গৃহবধূ কলকাতা নাকতলা অঞ্চলের বাসিন্দা,সাহিত্য ভালো লাগে সেই কারণে হাতে প্রত্যহ কলম ধরি ছোট ছোট নানা শব্দ মনের ভাষা দ্বারা লিপিবদ্ধ করার চেষ্টা করি।