ফিরে এলাম
-মাধবী ঘোষ
≡≡≡≡≡≡≡≡≡≡≡
অবশেষে ফিরে এলাম ,
ফিরে এলাম নিজের কাছে নিজে।
এ এক অন্যরকম ফিরে আসা..
এমন ভাবে হয়তো কেউ,
ফিরতে চাইবে না।
নিজের সঙ্গে অনেক লড়াই করে,
অবশেষে ফিরে এলাম নিজের কাছে।
আজ তোমার মনের দুয়ার হতে ফিরে এলাম,
অবহেলায় অনেকদিন পরে থাকলাম।
আজ সব টুকু আবেগ,
মুছে দিয়ে ফিরে এলাম।
ফিরে এলাম সেই সব দিনের কাছে,
যা আমার কাছে,
আর ফিরে আসবে না কখনো।
শুধু স্মৃতি গুলো বন্দি হয়ে রবে ,
দু চোখের পাতায়।
আমি আজ ফিরে এলাম,
এইভাবে হয়তো কেউ ফিরে আসেনা।
আমার একতরফা নির্বাচনটুকু,
আমাকেই দিয়ে গেলো কষ্টের উপহার।
তোমার তাতে কোনও দোষ ছিলো না,
আর কখনো থাকবেওনা।
আমি অপূর্ন এক প্রেম বিনিময়,
করতে চেয়েছিলাম সওদা ।
অবশেষে নিজেই শূন্য হাতে ফিরে এলাম,
আমি ফিরে এলাম নিজের সত্তার কাছে।
ফিরে এলাম নিজের মান অভিমানের কাছে,
এভাবে সত্যিই হয়তো কেউ ফিরতে চায় না।
আমার ভাগ্যের সঙ্গে কোথাও ছিলেনা তুমি,
তাই কলঙ্কর দাগটুকু আমার সঙ্গে,
সঙ্গী হয়ে থাক আজন্ম কাল ।।
≡≡≡≡≡≡≡≡≡≡≡
কবি পরিচিতি-
নাম – মাধবী ঘোষ, বাসস্থান- খড়দা, পশ্চিমবঙ্গ পেশা – গৃহবধূ, আগে সাংবাদিকদের কাজে নিযুক্ত ছিলাম। জন্ম – ১৮.০৫.১৯৮২