শীত কথা

-মানস দেব

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

শীত আসতে না আসতেই

রোদ্দুরটা গা ছেড়ে দেয় অলস মধ্যাহ্নে ।

চোখ- মুখ শুকিয়ে যায় ।

গায়ে ফাটা – ফাটা দাগগুলো স্ফটিক হয়ে ওঠে !

মানুষ ও প্রকৃতির অভিন্ন ।

দু-একটি করে পাতা ঝরে যায়।

বুঝিয়ে দেয় এই সময় কত মৃত ।

সামান্য আলগোছে বয়ে চলা বাতাসখানি

অস্থি -মজ্জার রস খানি নিংড়ে নেয় ।

এক সময় উত্তাপ ছড়ানো শরীরখানি

কখন যে ইগলু হয়ে যায় – জানা নেই !

শীতেও উষ্ণতা খোঁজে দু – চোখ ।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি –

দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামের জন্ম । বর্তমানে উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক । চাকরি সূত্রে রায়গঞ্জ নিবাসী । অনেকদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত । প্রথম প্রকাশিত গ্রন্থ ” অনুভব ” ।

 

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*