নীলিমায়
-কাজী সেলিনা মমতাজ শেলী
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
আকাশ বলে, হয়েছিলাম শরৎ রাত্রি চাঁদের সাথি,
আঁধার মঞ্জিলে, স্মৃতিরা ঘুমায় রাতের ছায়াবীথি।
অধিক সুখ নয়,শান্তিতে এ জীবন হতে পারে পরিতৃপ্ত,
বিচিত্র জীবন সেখানে আসতে পারে নব আলোর দীপ্ত।
অধিক সুখের সন্ধান নয় শান্তিতে ভরুক রাত্রি দিন,
মুক্তির অমৃত তরঙ্গে, সে-ই শান্তি হোক চির রঙিন।
ছায়াচ্ছন্ন সন্ধ্যার আকাশে আজ বাঁকা চাঁদ এসেছে,
ক্লান্ত দিনের শেষে, আজ আলোর চাঁদ যে হেসেছে।
সারা রাত বৃষ্টি, প্রভাতে এলো আলোর রশ্মি মঞ্জিলে,
স্বপ্নছবি এঁকেছে, রহস্যময় শাপলা কালো ওই ঝিলে।
জীবন কখনো উজ্জ্বল ম্লান, তবু যে সুন্দর দীপ্ত মহিমায়,
মোহমুগ্ধ আকাশ,স্বপ্নে বিভোর ভালো লাগার নীলিমায়।
∞∞∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
পাইকগাছা খুলনা বাংলাদেশ