বাঁচাও আমায় প্রভু
-ইন্দিরা দত্ত
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
বিনিসুতোর মালা গেঁথে পাঠালে এই ভবে,
তোমার দেয়া কর্মগুলো করতে এখন হবে।
এ কোন খেলা খেলছো প্রভু তুমি শুধু জানো!
সামনে যেতে চাই যে আমি তুমি পিছন টানো।
কেন এলাম ধরায় আমি বুঝি নাকো প্রভু,
হিংসা বিদ্বেষ মনে যেন আসে নাকো কভু।
তোমার খেলা তুমিই বোঝো আমি শুধু চলি,
সংসারেতে কাঁটার জ্বালা মুক্তি দাও গো বলি।
তোমার সেবা করবো বলে দিয়েছিলাম কথা,
মাতৃগর্ভে ছিলাম যখন বলেছিলাম যথা।
জন্ম নিলাম ধরিত্রীতে গেলাম ভুলে আমি,
রঙ্গরসে মজে আমি কাটাই দিবা যামি।
দশ ইন্দ্রিয় ষড়রিপু দেহে বসত করে,
তাদের জ্বালায় মরি আমি হৃদয় তোমায় স্মরে।
অনাচারে লিপ্ত হলাম জীবন নদীর বাঁকে,
স্মৃতিগুলো স্বপ্ন হয়ে পিছু ফিরে ডাকে।
ভুলের পথে গিয়ে আমি করি মন্দ কর্ম,
সংসার মায়ায় ভুলে গেছি আমি নিজের ধর্ম।
সংসারের এই দোলাচলে করছি খেলা নিত্য,
বাঁচাও আমায় ওগো প্রভু চাই না আমি বিত্ত।
জীবন ভেলায় উথালপাথাল যাচ্ছি আমি ভেসে,
শেষ বেলাতে তুমি প্রভু ধরো হাতটি এসে।
ইষ্ট মন্ত্র জপি আমি ভাসি নয়ন জলে,
শ্রীচরণে ঠাঁই করে দাও রাতুল চরণ তলে।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি –
আমি ইন্দিরা দত্ত।। পেশায় গৃহশিক্ষিকা। কবিতা ও গল্প পড়া এবং লেখা আমার নেশা। এছাড়া বাগান করা আমার খুব ভালো লাগে।পিতার নাম – স্বর্গীয় শ্যামসুন্দর বিশ্বাস মাতার নাম – শ্রীমতি বীণাপাণি বিশ্বাস। স্বামীর নাম- উৎপল দত্ত