মন কাকে খুঁজো তুমি?
-মাধবী ঘোষ
♥♥♥♥♥♥♥♥♥♥♥
চোখ, তুমি খুঁজে বেড়াও কা’কে?
যাকে খোঁজো, সে তো তোমার সামনেই আছে দাঁড়িয়ে।
মন, তুমি চাইছো কা’কে ?
যাকে চাইছো,সে তো বসে আছে তোমারই মনের মাঝে।
উদাস বাউল বাতাস
আজ বলছে ফিসফিসিয়ে,
বলছে কানে কানে,
ভালোবাসো যাকে,
তাকে ধরে রাখো বুকের মাঝে৷
লজ্জার আবরণে ঢেকে আছে
ঠোঁট দুটি আমার৷
বলতে চাই ভালোবাসি, ভালোবাসি,
বলা হয়ে উঠলো না আর আমার!
তবুও, এই চোখ দু’টি
ঘুরে ফিরে খুঁজে তারে৷
চোখ, তুমি খুঁজছো কা’কে?
ধরা নাহি দেবে সে তোমাকে৷
তবুও মিথ্যে আশায় বসে কি লাভ!
ভালোবাসায় অপূর্ণতা থাক
তবেই তো মজিবে মন তাহার সনে,
যে কথা বলিতে চাই আমি মনে মনে৷
মন, তুমি খুঁজে বেড়াও কা’কে?
সে তো বসে আছে তোমারই মনের মাঝে৷
♥♥♥♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি –
আমি মাধবী ঘোষ। পেশায় গৃহবধূ পূর্বে সাংবাদিকতার কাজে যুক্ত ছিলাম বর্তমানে বিভিন্ন সাহিত্যের গ্রুপে লেখালিখি করি। এছাড়াও গান পছন্দের ,কবিতা লিখতে ও শুনতে ভালোবাসি । বাসস্থান – খরদাহ, উত্তর ২৪ পরগনা।