বাঁশখালী

-পলাশ বরণ দাশ

≈≈≈≈≈≈≈≈≈≈

বাঁশখালী বনভূমির বাঁকে

সুমধুর রবে কোকিল ডাকে,

এমন সুন্দর বিকাল বেলায়

হৃদয় বারে বারে উতলায়।

পাখিরা ফিরে আপন নীড়ে

প্রকৃতি রয়েছে আমারে ঘিরে,

চারদিকে ফুটেছে বনফুল

গন্ধে মন করে আকুল।

ইচ্ছে করে সেই ফুল তুলে

পরায়ে দিতাম প্রিয়ার চুলে।

ফুটত মধুর হাসি

রাঙা অধরে আসি,

দু’হাত বাড়িয়ে সোহাগ সনে

নিতো কাছে টেনে আপন মনে।

≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

পলাশ বরণ দাশ ( কবি ও শিক্ষক ), দক্ষিণ জলদী, মহাজন পাড়া, বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ। ১৯৮৩ সালে বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রকাশিত ও পরিবেশিত দৈনিক সেবক পত্রিকায় রিপোর্টার হিসেবে কাজ করার সময় লেখক হিসেবে আত্মপ্রকাশ। সেসময় বয়স ছিলো সবে মাত্র ষোল। ১৯৯৫ সালে স্বরচিত কবিতা গ্রন্থ ( বিরহ ঢেউ ) প্রকাশিত। ঢাকা ও চট্টগ্রাম থেকে বিভিন্ন দৈনিক পত্রিকা অনেক লেখা প্রকাশিত হয়েছে। বর্তমান ইন্টারনেট জগতে আন্তর্জাতিক পর্যাযে বেশি লেখা লেখিতে সক্রিয়। সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করি।

 

 

2 thoughts on “বাঁশখালী -পলাশ বরণ দাশ

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*