বেহায়া বেলাজ
-মো.ফজলুল হক খান কামাল
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
স্বাধীনতা তোমাকে পেয়েছি বলেই
ধীবর থেকে হতে পেরেছি বাবুজি!
স্বাধীনতা তোমাকে পেয়েছি বলেই
রজক থেকে হতে পেরেছি রাজলক্ষ্মীর শ্রীকান্ত!!
স্বাধীনতা তোমাকে পেয়েছি বলেই
সূত্রধরের পেশা ছেড়ে
ইচ্ছেডানায় ভর করে
ভোগবিলাসে থাকি মত্ত-
স্বাধীনতা তোমাকে পেয়েছি বলেই
নামের সাথে খেয়াল খুশি মত
যুক্ত করছি সুন্দর সুন্দর উপাধি।
সত্যি করে বলো তুমি
ব্রিটিশ কিংবা পাকিস্তান আমলে
করতে পেরেছিলে কি এত বাহাদুরি?
স্বাধীনতা তুমি নরসুন্দরের ফোকলা দাঁতের হাসি,
কারণে অকারণে তোমায় নিয়ে খেলতে ভালোবাসি!
স্বাধীনতা তোমায় নিয়ে রঙ্গ করে নব্য রাজাকার।
বলতে ইচ্ছে করে ওরাই শ্রেষ্ঠ চর্মকার!!
স্বাধীনতা তুমি নব্য প্রস্তর যুগের কুমোরের চাকা;
টালমাটাল পরিস্থিতি পেরিয়ে আজও টিকে আছো
লোলুপ দৃষ্টি এড়িয়ে অসহায় একা-
স্বাধীনতা তুমি মোড়লদের বাহুবন্ধনী কেন
হতে চলেছো আজ?
নিশ্চয়ই হতে চাই না আমরা বেহায়া বেলাজ।।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি-
ফুলপুর, ময়মনসিংহ।