আমি নিজেকেই ভালোবাসি
-সুচন্দ্রা বসাক মন্ডল
∞∞∞∞∞∞∞∞∞∞
এতোটা আঘাত সইতে পারি বলেই আমি আছি এখনো।
নইলে তো দমকা হাওয়ায় ঘুড়ি ছিঁড়ে যেতো যেকোন সময় কখনো।
আমি তো বিষুবরেখা হয়ে টেনে রেখেছি এক সীমান্তরেখা চিরন্তন..
যেখানে তোমার নিজের অজান্তেই করে রেখেছি আমার বসতি স্থাপন।
ভুলতে চেয়েও ভুলতে পারোনি তাকে কখনো তুমি..
তোমার সকল মুখের বলি রেখায় দাগ ছেড়ে এসেছি আমি।
আমি যে কে ছিলাম তোমার, বুঝতে একটা জন্ম হবে কম..!
আমি সকল ছেড়েও সকল ভাবে ভাবিয়ে রেখেছি তোমায় বেশি।
কখনো কি ভেবে দেখেছো তুমি এতো বদলে ফেলেছি নিজেকে কিভাবে..?
আসলে আমি যে মনের পরিবর্তন রাখিনি নিজের স্বভাবে…
ছেড়ে যাওয়া অনেক সহজ একটি বিষয়..
ছেড়ে যাওয়ার উৎস নিয়ে রচনা করা এতটা সহজ নয় বোধহয়..
তুমি যেদিকে চাইবে দিগ্বিদিকে যাতে দেখতে হয় আমাকে..
এটাই তো আমি চেয়েছিলাম দেখাতে তোমাকে…
কতটা পেরেছি সময়ের কষ্টিপাথরে ঘষা খেয়ে উজ্জ্বল হতে জানা নেই..
আজও আমি অনেক বেশি ভালোবাসি নিজেকেই।
আমার আত্মায় যখন বসতি স্থাপন জলছবি তোমারই..
আমি কি তাহলে নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি??
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
আমি সুচন্দ্রা বসাক মন্ডল। আমি থাকি ভারতের কোলকাতার সল্টলেকে। আমি বিবাহিত।দর্শন শাস্ত্রে নিয়ে মাষ্টার্স কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।ফ্যাশন ডিজাইনিং ডিপ্লোমা ও ডল মেকিং ডিপ্লোমা। আমার বিশেষ পছন্দের ফটোগ্ৰাফি ও কবিতা পাঠ। কবিতা লেখার চেষ্টা করি। কবিতার পাতা একটি প্রিয় গ্ৰুপ।