অন্য রকম পৃথিবী চাই
-অভিজিৎ হালদার
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
অন্য রকম এক পৃথিবী চাই আমি
বৃষ্টির বিন্দুর মতো জীবন প্রণালীকে পরিবর্তন করে।
নতুন নতুন হলুদ রঙের ইচ্ছের মতো কথা উড়িয়ে দিয়ে
আমার শহর জুড়ে রয়েছে ভাবনার সমুদ্র নতুন পৃথিবীর মানচিত্রের সংযোগ।
ছিন্নভিন্ন ছেঁড়া টেলিগ্রাফের তারে কাগজের জীবন বন্দী হয়ে
নিরক্ষরেখার সাথে হৃদয়ের সমকোণে জীবন মিলিয়ে দিয়ে
একসৌরবর্ষের আয়ু নিয়ে বাঁচতে চাই নতুন পৃথিবীতে।
এ এক নূতন পৃথিবীর জন্ম হতে চলেছে
আমার জন্মের নিরানব্বই বছর পরে
পেতে চলেছি নীল সূর্যের দেখা
দুটি চোখের সমান্তরাল সূত্রের নিয়মে।
ভোরের পাখি চরিত্র বদলায়
রঙ বদলায় পালকে
আমি শুধু নীতি বদলায় মানুষের সম্মুখে সম্মুখে।
এ এক নূতন পৃথিবীর গল্প লিখে
চারটি কবিতা আরো একটি নতুন কবিতা একসাথে জুড়ে দেওয়ার মতো হিসেবে
দেখা যায় প্রলয়ের শাঁখ আমার প্রিয় দেশটা জুড়ে।
কেউ কথা রাখেনি , আবার কেউ কেউ কথা রাখে
জলের সাথে রঙ গুলে দিয়ে
সমস্ত পথ পেরিয়ে দূর থেকে বহুদূরে এক পৃথিবী থেকে আরেক পৃথিবীর বিচ্ছেদ ঘটেছে বলে
আমি এখন নতুন পৃথিবীর মানচিত্রে পাহাড় নদী মরুর চিএ নির্দেশ করি চোখের ভিতর নীল কষ্ট দিয়ে।।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
লেখক পরিচিতি:-
লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত মোবারকপুর গ্রামে। স্কুল থেকেই লেখালেখি করতে পছন্দ করে তাই তো বিভিন্ন পএ পত্রিকায় লেখালেখি করে থাকে। বর্তমানে তিনি নদীয়া জেলার অন্তর্গত মাজদিয়াতে অবস্থিত সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের অনার্সের ছাত্র। লেখকের প্রথম কবিতার বই -” প্রথম আলো (২০২১) লেখক মূলত বিভিন্ন ধরনের লেখালেখি করে থাকে। ছোট গল্প ,বড়ো গল্প এছাড়া মাঝে মধ্যে উপন্যাস কিংবা নাট্যগল্প এছাড়াও অন্যান্য কিছু লিখে থাকে।