কোন স্বার্থে

-গৌর গোপাল পাল

∞∞∞∞∞∞∞∞∞

এ জগতে কেউ কারো নয়

ভেবে দেখ মন নিজে!

এ জগৎ হল শুধু স্বার্থময়

তাওকি বোঝনা কিযে!!

নিজের ধনে নিজে হই পর

দেয়না সুখে খেতে!

অক্টোপাসের মায়া করে ভর

অহরহ দিনে-রেতে!!

যারে তুমি ভাবো আপনার

আপনার সেতো নয়!

আপন স্বার্থে সব কিছু তার

গাহিছে তাহারি জয়!!

কেউ রবেনা এই খেলা ঘরে

দুদিনের মোহ মায়া!

ডাক এলেই সব রবে পড়ে

বোঝ নাকি বল ভায়া!!

ভেবে দেখো বলি বার বার

নিজের করোনা ক্ষয়!

কিসের স্বার্থে করো অহঙ্কার

কেহতো কারোর নয়!!

∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতিঃ-

কবি গৌর গোপাল পাল। সাহিত্যের সব শাখাতেই কম-বেশী বিচরণ। তা সে গল্প,কবিতা,গান,ছড়া, প্রবন্ধ, নিবন্ধ যাই-ই হোক না কেন। পাঁচখানি প্রকাশিত গ্রন্থও রয়েছে। এবারের বইমেলা উপলক্ষ্যে দুটি কাব্যগ্রন্থ ও একটি ছড়ার বইও প্রকাশিত হতে চলেছে।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*