হারানো শৈশব

-আশীষ খীসা

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

ছোট্টকালে ছিলাম যখন

খেলার সাথী ছিলো কতো,

এখন যতই বয়স হচ্ছে

দিনদিন কমে যাচ্ছে ততো।

হায়রে!আফসোস শৈশব কাল

তুমি হারিয়ে গেলে কোথায়?

মনে পড়লে খুঁজি আমি

জানি পাবোনা কখনও তোমায়।

কতো খেলতাম হৈচৈ করে

কতো নানান রকম খেলা,

খেলতে খেলতে টের পেতাম না যে

কখন পেরিয়ে যেতো বেলা।

বন্ধু-বান্ধব সঙ্গে নিয়ে

খেলতাম কতো কানামাছি,

খেলতাম আরও ডাংগুলি,

হা-ডু-ডু,মার্বেল ও বৌচি।

ফল মৌসুমে গাছে গাছে

উঠতাম কতো কাঠবিড়ালির মতো,

বাগিচায় একটিও গাছ বাকি রাখিনি

উঠতাম যার যার ইচ্ছে মতো।

সেদিন আর পাবোনা ফিরে

স্মৃতির পাতায় ভাসে শুধু,

দলবল বেঁধে মৌচাক ভেঙ্গে

পেট ভরে খেতাম কতো মধু।

এই বুড়ো বয়সে ভাবছি এখন

বসে বসে সেই শৈশবের কথা,

শৈশবকালের মধুর স্মৃতি

মনে পড়লে মনে লাগে ব্যথা।

⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇⊆⊇

সংক্ষিপ্ত কবি পরিচিতি :

কবি আশীষ খীসা , পিতা – বিনয় ক্রান্তি খীসা, মাতা – গোপা দেবী খীসা,জন্মস্থান – দীঘলীবাঁক, রাঙ্গামাটি। স্থায়ী ঠিকানাঃগ্রাম- তুলাবান, ডাকঘর-মারিশ্যা,উপজেলা-বাঘাইছড়ি, জেলা-রাঙামাটি।পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বর্তমান কর্মস্থল – আলীকদম উপজেলা, জেলা বান্দরবান। তার যৌথ কাব্যগ্রন্থ ১২টি। তিনি একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার ও শিল্পী। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সহিত জড়িত আছেন। তিনি তার সাহিত্যকর্মের জন্য এ যাবত অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*