সুখ মায়া মমতার মাঝে
-আবুল হাসমত আলী
≈≈≈≈≈≈≈≈≈≈≈
আমি একটা গৃহস্থ বিড়াল, স্বভাবে সরল,
আমার মত সরল প্রাণী দেখবেন বিরল।
আমার কাজ ঘরের মধ্যে অবস্থান করা,
কোন কাজ নেই কাজ শুধু মুসি ধরে মারা।
সেই কাজে নেই কোন কিছু ঝামেলা ঝঞ্জাট,
শুধু অন্ধকারে চুপটি করে করতে হবে মাত।
এরকম করে দিন যায় বৈচিত্রহীনভাবে,
তাই এ জীবন মোর ভালো লাগেনা যে মোটে।
চাই আমি বাকি জীবনটাকে আনন্দে কাটাই,
তার জন্য এক আনন্দের পরিবার চাই।
তাই গেলাম এক মন্ত্রীর উঠোন চত্বরে,
দেখি কত রথি মহারথী ষড়যন্ত্র করে।
তা দেখে পালাই আমি দূরে নতুনের খোঁজে,
আশ্রয় নিলাম আমি এক ডাক্তারের ঘরে।
সেথা আলোচনার বিষয় আরো টাকা চায়,
তাই তো খদ্দের ধরতে তারা দালাল লাগায়।
পরে আমি উঠি ধনী এক ব্যবসায়ীর ঘরে,
সে সদাই ব্যস্ত থাকে শুধু ভেজাল কারবারে।
বহু অভিজ্ঞতা হল মোর, কেটে গেছে ঘোর,
গরিবের ঘরে ফিরে যায় গ্রামের ভিতর।
মায়া মমতা সেথা অনেক রয়েছে ধুলায়,
অভাব আছে তবু তো সেথা সুখ খুঁজে পাই।
সেথা সবাইকে মানুষ রাখে খুব স্নেহ দিয়ে,
স্বর্গ অন্য কোথাও নেই, থাকে তাদের হৃদয়ে।
≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি প্রত্যাশী।