লজ্জাবতী কালো মেয়ে
-শান্তি দাস
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কখনো তো আয়োজন করে বলা হয়নি তোমাকে ভালোবাসি,
জানি না কালো মেয়ে বলে লজ্জায় ঢাকা তোমার মুখখানি।
না ভালোবাসার গভীরতা কাগজের ভাঁজে লিখে বোঝানো যায় না,
ভোরের সূর্যটা যতটা আবির ছড়ায় তার থেকেও বেশি আবির ছড়ায়।
তোমার ঐ চোখ দুটোর চাহনি আমার মনকে রাঙিয় দিয়ে যায়,
শরতের মেঘমালা নীল আকাশকে ঢেকে রাখে তার চাইতে ও অনেক বেশি,
তোমার সেই কঠোর মাদকতা মন আবেগ টুকু বেশি ভালোবাসা।
তুমি যে লজ্জাবতী লাজুক মেয়ে মায়াবতী রূপের নারী,
কেন চাও না আমার সাথে কথা বলতে…
লজ্জাবতী লতার মতো তোমার দুচোখ বন্ধ করে ভালোবাসার ইশারা,
ইশারাতে কাছে ডাকার ভান করো বুঝিয়ে দাও কতটা প্রেম মনে।
মিটিমিটি তাকাও তুমি তোমার দুখানা নয়ন মেলে লজ্জাবতী কালো মেয়ে..
লজ্জাবতী মেয়ে তুমি কিসে তোমার লজ্জা ঢাকে সুন্দর মুখখানা,
কালোতে যে অনেক রূপ তোমার লজ্জাবতী পাতার মতো সতেজ,
ছুঁতেই কেন হও তুমি এত নিস্তেজ এ যে ভালোবাসার পরশ,
একটু যদি করি সোহাগ তোমার মুখখানি হয় যে লাল,
কাঁটা বিঁধে তোমার যৌবনে করেছে যে পাগল।
লজ্জার মধ্যে লুকিয়ে রাখো তোমার প্রেমের যাদুর খেলা,
ভালোবাসতে দাও লজ্জাবতী কালো মেয়ে শুধু একবার।
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি -শান্তি দাস বিষয়–শিক্ষিকা(শিক্ষা বিজ্ঞান), খোয়াই, জাম্বুরা, আগরতলা,ত্রিপুরা।