পথিমধ্যে

-মোঃ জাকির হোসেন

∞∞∞∞∞∞∞∞∞∞

স্যার আপনার পায়ের জুতোর চাপে

ঘাস ফুলের প্রজাপতিটা মরে পিষ্ট হয়ে গেলো!

ক্ষিপ্ত আমি বকলাম তাকে, “তাতে তোর কিরে ব্যাটা,

তুই-ও-তো রাস্তার ছেলে, তুইও যাবি চেপ্টে।

বেশি কথা বলবি নাকো মারবো গালে ঝাপটে।

হতচকিত পথের ছেলে বিস্ময় নিয়ে তাকিয়ে দেখে

আমায় আদ্যোপান্ত-  

ওর গায়ে নেই কোন কাপড়-

আমার আছে নানা উপাদ্য।

নাকের উপর চশমা আমার, কাঁধে আছে শাল,

গায়ে আমার বাহারি খদ্দর, ঝুলছে চটের ব্যাগ।

হাতে আছে গাম্ভীর্য করার মত বিশাল সাইজের সাহিত্য অঙ্গন!

অল্প পরেই হচ্ছে মহা সম্মেলন!

একে একে যাচ্ছে সবাই বলছে তাঁদের কথা-

অগ্নিঝরা, জ্ঞানগর্ভের নানান সন্ধিবার্তা।

উৎসুক সেই রাস্তার ছেলে সবার পেছনে দাঁড়িয়ে,

ফেলে দেয়া খাবার ঠোঙ্গা কুড়িয়ে নিচ্ছে যতনে।

হাতড়ে হুতড়ে পাচ্ছে কিছু, তাই দিচ্ছে মুখে-

কিছুক্ষণ পর চেঁচিয়ে উঠে-

মিথ্যে সব মিথ্যে।।

এরা মূখোশের আড়ালে খোলসের ভেতর-

ভিন্ন এদের চরিত্র-

তাইতো ওদের আসল হৃদয় অতিশয় দরিদ্র!!

∞∞∞∞∞∞∞∞∞∞

মোঃ জাকির হোসেন, বাংলাদেশ, দিনাজপুর

০৭/০২/২০২৩

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*