বিদায়ী সন্ধ্যায়
-মোসতাইন করিম মোজাদ্দেদ
∞∞∞∞∞∞∞∞∞∞∞
জীবনের দিনগুলো ঝরে পরে স্মৃতির পাতায়,
তুমি হীন জীবন কেটে যায় এ জীবন খাতায়।
আজকের এই সন্ধ্যায় যেন তুমিহীন উৎসব,
চারিদিকে বাজে যেন বেদনার রব।
তুমি হীন এই গোঁধূলি আকাশে একে বিষণ্ণ রেখা,
হয়তো কভু হবেনা আর তোমার সনে দেখা।
সন্ধ্যার লালিমায় ঐ নীড় হারা পাখিরা উড়ে চলে,
বিষন্ন আমি দাঁড়িয়ে একা শুধু তুমি নেই বলে।
চারিদিকে হাসনাহেনার মাতাল করা সুবাস,
বিষাদ আলাপনের স্মৃতিগুলো যেন ছোয় সুবাতাস।
সন্ধ্যার অস্তাচলে একসময় ধীরে ধীরে লালিমাটাও মেলায়,
তবুও আমি একমনে দাঁড়িয়ে থাকি ঠায়।
∞∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতিঃ
মোসতাইন করিম মোজাদ্দেদ। পেশাঃ ছাত্র। ঠিকানাঃ ফরিদপুর সদর,ফরিদপুর। বাংলাদেশ।