ভালো কাজে

-ইন্দিরা দত্ত

≅≅≅≅≅≅≅≅≅≅≅

ভব মাঝে দিবা সাঁঝে খালি ভেবে যাই,

এই ভবে আছি সবে কাজ করি তাই।

প্রীতি দিয়ে সুখ নিয়ে মহানন্দ আসে,

হাসি রেখা দেয় দেখা স্মৃতি মাঝে ভাসে।

ভালো কাজে মন সাজে চিরদিন রয়,

প্রেম দিলে প্রেম মিলে সকলেতে কয়।

কর্ম তাই কর ভাই প্রাণ ভরে আজ,

সুখে রবে এই ভবে যদি করো কাজ।

ভালোবেসে কাছে এসে রাখো হাতে হাত,

পাশাপাশি প্রেমে ভাসি দাও এসে সাথ।

কাঁদা হাসা ভালবাসা হৃদে থাকে ভরা,

জানি প্রেম সম হেম লাগে মনোহরা।

দিন আসে সূর্য হাসে হবে জেনো ভালো,

কিছু সুখ কিছু দুখ মেঘে ঢাকা আলো।

মনে মনে ভাসে ক্ষণে চলে কত খেলা,

হৃদে আঁকা তবু ফাঁকা পাই শুধু হেলা।

কাজে ভক্তি দেয় শক্তি আসে তবে জয়,

ক্রমে ক্রমে মতিভ্রমে হয় আয়ু ক্ষয়।

হৃদে প্রীতি নাশে ভীতি কর্মে জয়ী করে,

প্রীতি ছাড়া দিশেহারা জ্বলে পুড়ে মরে।

≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি –

আমি একজন গৃহবধূ ও গৃহ শিক্ষিকা। বাগান করা, নাচ-গান-আবৃত্তি করা আমার নেশা। বাবার নাম- ঈশ্বর শ্যাম সুন্দর বিশ্বাস মায়ের নাম- শ্রীমতি বীণাপানি বিশ্বাস স্বামীর নাম- উৎপল দত্ত।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*