একুশের কথা

-ফেরদৌসী খানম রীনা

≈≈≈≈≈≈≈≈≈≈≈

একুশ আমার গর্ব আর

আমার চেতনা,

একুশ আমার মায়ের ভাষা

একুশ আমার ঠিকানা।

একুশ মানে আমার ভাইয়েরা

জীবন করলো দান,

জীবন দিয়ে রাখবো তাই

বাংলা ভাষার মান।

একুশ মানে রফিক সফিক, সালাম

জব্বার জীবন দিলো বলী,

আজও আছে স্মরণ সেই স্মৃতি

কি করে যাই ভুলি!!

একুশ এলেই মায়ের চোখ

থাকে অশ্রু সিক্ত,

এ দিনেই মা হয়েছিল ব্যথায়

জর্জরিত আর রিক্ত।

একুশ মানে শহীদ মিনারে

তাজা তাজা ফুল,

ভাষার জন্য জীবন দিতে

ভাইয়েরা করেনি ভুল।

একুশ মানে ত্যাগের মহিমা

জানায় সবাই সন্মান,

জীবনের বিনিময়ে ভাইয়েরা

বাংলা ভাষা করলো দান।

একুশ মানে বুকের রক্তে

রাঙানো দিন ,

রবে সবার মনে হবে না

কখনও মলিন।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

নামঃ ফেরদৌসী খানম রীনা, স্বামীঃ হেমায়েত উদ্দিন বাদল, পিতাঃ হারুনুর রশিদ, মাতাঃ ফিরোজা বেগম, শিক্ষিকাঃ কে পি বি স্কুল এন্ড কলেজ রঙধনুর রঙে তার একটি একক কাব্যগ্রন্থ আছে। তার আরো ৪০টি যৌথ কাব্য গ্রন্থ আছে। তার অনলাইন এ বিভিন্ন গ্রুপ প্রতিযোগিতা থেকে ৪০০ সম্মাননা সনদ আছে। বর্তমানে সে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখি করছেন।বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন আবৃত্তি শিল্পীরা তার লেখা কবিতা ইউটিউব এ আবৃত্তি করেছে। আমরা তার সাফল্য কামনা করছি।

 

 

1 thought on “একুশের কথা -ফেরদৌসী খানম রীনা

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*