কর্ণফুলির ব্রীজঘাট
-পলাশ বরণ দাশ
∝∝∝∝∝∝∝∝∝∝∝∝∝∝
মনে পড়ে কর্ণফুলির ব্রীজঘাটে
প্রথম প্রেমের আলাপ
সেদিন ভালোবেসে দিয়েছিলে
ফুটন্ত লাল গোলাপ।
ভরা জোয়ার নদীর পানি
উপচে পড়ে তীরে
ঝির বাতাসে প্রেমের আবেশ
আমার হৃদয় জুড়ে।
মধুর লগনে বিকেল বেলায়
মন উঠেছে জেগে
পাশে তুমি ছুঁয়ে বসেছিলে
ভালোবাসার আবেগে।
বহুদিন পর ব্রীজঘাটে এসে
তোমায় পড়লো মনে
হৃদয় আজ আনচান করে
বাজলো ব্যথা প্রাণে।
∝∝∝∝∝∝∝∝∝∝∝∝∝∝
কবি পরিচিতি
পলাশ বরণ দাশ ( কবি ও শিক্ষক ), মহাজন বাড়ি, গ্রাম – দক্ষিণ জলদী, থানা – বাঁশখালী, জেলা – চট্টগ্রাম, বাংলাদেশ