বনের বুনো ফুল
-কাজী সেলিনা মমতাজ শেলী
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
বনের বুকে ঘুমিয়ে আছে, স্নেহময়ী বনের বুনো ফুল,
যত ছিল ভুল ভেঙ্গে চুরে বাতাস হলো আজ আকুল।
তৃষ্ণা মেটাতে, ভোরের কাছে চেয়েছিল বাতাস নীহার,
আঁধার স্রোতে আজ রজনি গল্প লিখেছে যেন বেদনার।
পাতার কুটিরে আসমান দেখা যায় সেথায় যে পাখিরা,
নিস্তব্ধ সন্ধ্যায়, মনে ভেসে আসে ফেলে আসা স্মৃতিরা।
নিদ্রা ভেঙ্গে যাবে শেফালির এসো না বাতাস উপবনে,
রাতের শেফালি ঘুমিয়ে আছে, হাজার স্বপ্ন নিয়ে মনে।
শোনো বন্ধু বাতাস এত জোরে এসো না পাতার কুটিরে,
পাতার কুটির ভিজে গেল, আজ এ সন্ধ্যা কুয়াশা নীরে।
সন্ধ্যা তারা, সাঁঝের প্রদীপ হয়ে এসেছে আঙ্গিনায়,
সাঁঝের প্রদীপ, সাজলো যে আজ কবির কবিতায়।
অপরাধ জগতে হয়ে যায় যদি অনেক অপরাধ জমা,
রুদ্ধদ্বারে বিচার দিবসে, হয়তো পাবেনা আর- ক্ষমা।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
পাইকগাছা খুলনা বাংলাদেশ