ঠিকানা

-বিজয়া মিশ্র

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

আশ্রয়হীন সঙ্গ বিহীন

যাদের মাথায় নেইকো ছাদ,

তেমন শিশু হাজার হাজার

হয়না পূরণ ওদের সাধ।

কেউ হাত পাতে, সংকোচে চায়

কেউ কচি হাতে কাজ করে,

বুঝে গেছে ওরা,আদরে সোহাগে

কেউ নেবেনা আপন ক’রে।

হঠাৎ যদি তেমন ঘটে

ভরসা খোঁজে, তাকিয়ে থাকে

অনেক মানুষ সন্তান হীন

ফুটবে কুঁড়ি জীবন শাখে।

অনাদরে ওরা হারায় অথচ

অনেক মায়ের শূণ্য কোল

আশ্রয় পেলে ওরা হতে পারে

আগামীর দিশা,কারো সম্বল।

এই সমাজের বক্র পথে

কত প্রাণ,কত প্রতিভা হারায়

ওরা নিষ্পাপ, হাটে, মাঠে,ঘাটে

পড়ে থাকে আর দিশা হারায়।

একটু খানি আশ্রয় আর

স্নেহের কাঙাল ওরা সবাই,

পেট ভরা সুখ,শিক্ষার আলো,

প্রাণপনে চায় ভালোবাসাটাই।

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি:

আমি বিজয়া মিশ্র। আদি নিবাস পূর্ব মেদিনীপুরের একটি গ্ৰামে। গ্ৰাম্য উন্মুক্ত পরিবেশের বৈচিত্র্য মাঝে আমার বেড়ে ওঠা, লেখাপড়া এবং লেখালেখির সূত্রপাত ।স্কুল শেষ ক’রে কলেজ, বাংলা বিভাগে স্নাতক,জুনিয়র বেসিক ট্রেনিং-সরিষা রামকৃষ্ণ মিশন থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি এড, এবং অন্যান্য কিছু ডিপ্লোমা, ডিগ্ৰী ও ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল থেকে সোস্যাল স্টাডিজ নিয়ে পড়াশুনা, মেডিকেল এরিয়ায় শিক্ষিকা ও অন্যান্য পদে অন্ততঃ পনের বছর অতিবাহিত ক’রে বর্তমানে প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরতা এবং কলকাতার যাদবপুরে বসবাস করি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*