তুমি শুধুই তুমি

-মো. ফজলুল হক খান কামাল

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

আজি বসন্তের গভীর রাতে

ঘুম থেকে জেগে মনে হল

তোমাকে শুধুই তোমাকে নিয়ে

দু’কলম লিখতে –

প্রতিবারই দিয়েছ আঘাত

তবুও মনে হয়েছে এ যেন

হৃদয় বিনিময়ের নির্মম কষাঘাত।

ভাল যদি বেসে থাক কেন তবে

এই নিষ্ঠুরতা?

দূর করে নাও

মনের সব সংকীর্ণতা।

কাছে টেনে নিয়ে

মুক্ত কর,

আমার সব বিষণ্ণতা।।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

গ্রাম- চক নগুয়া, পোঃ +উপজেলা -ফুলপুর, জেলা-ময়মনসিংহ।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*