রাঙা ফাগুন
-মাই ফেয়ার চৌধুরী
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
পাতায় শাখায় সবুজে নবীন,
আকাসে বাতাসে চারদিক রঙিন।
নতুন সাজে করে খেলা,
ধরা আজি রঙের মেলা।
মনের দুয়ারে লাগে দোলা,
কত প্রাণে আঁকে স্বপ্ন বিলাস তোলা।
সুরের মোর্চায় আনন্দে নৃত্যকলা,
হিল্লোলে বসন্তী সাজে শিরিষতলা।
চারদিক চোখ ধাঁধানো মিলন মেলা
বাংলা জুড়ে আজি খুশির ভেলা।
প্রভাতে রক্তিম রাঙা আভা,
ফুলে ফুলে স্নিগ্ধ শোভা বসুন্ধরা।
বসন্ত বরণে পুলকিত ঝর্ণা ধারা,
উল্লাসে উচ্ছ্বাসে কাটুক হৃদয়হারা।
মন ছুটে যাক মনের টানে বাঁধনহারা,
প্রেম ভালবাসায় কাটুক সারা বেলা।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
মাই ফেয়ার চৌধুরী, পিতা-রমজু চৌধুরী, মাতা-লায়লা বেগম, আগ্রাবাদ সি ডি এ আবাসিক এলাকা, ডাকঘর-বন্দর, পুলিশ স্টেশন -ডবল মুরিং, জিলা- চট্টগ্রাম,বাংলাদেশ। সাহিত্য অনুরাগী ফেসবুক বন্ধুদের অনুপ্রেরণায় কলম ধরার হাতে খড়ি।নিজের অনুভূতি গুলো কাব্যকারে প্রকাশ করার চেষ্টা মাত্র। ভ্রমণ-ছবি তোলা-গান শোনা চুকিয়ে আড্ডা মারা প্রিয়।একুশে বইমেলায় তিনটি একক কাব্যগ্রন্থ,ও পাঁচটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। (১) অন্তিম বেলায় রক্তিম আভা, (একক কাব্যগ্রন্থ) (২)আমার অক্ষরে তুমি অক্ষয় (একক কাব্যগ্রন্থ) (৩) কালো বর্ণমালায় নীল কষ্ট ( একক কাব্যগ্রন্থ)
কাব্যগ্রন্থ প্রকাশিত সমূহ- (১)বাঁধভাঙ্গা ফাগুনের হাতছানি (২) রক্তঝরা অস্ত্র (৩)মানচিত্রের বিনিদ্র রজনী (৪) দীর্ঘ অনুভূতি (৫)কর্ণফুলীর কবি ছন্দে তোলে রবি। (৬) ভাবনার রং কবির কলমে (৭) কবিতা শহর