রাঙিয়ে দেবো
-শান্তি দাস
≅≅≅≅≅≅≅≅≅≅≅
মনে আনন্দ আর ধরেনা
এলো ঋতুরাজ বসন্ত।
পলাশ কৃষ্ণচূড়া গাছে গাছে
লালে লাল অফুরন্ত।
আজি জাগ্রত দ্বারে এসেছে
বসন্ত রঙিন সাজে।
প্রকৃতি আজ সৌন্দর্য রাঙানো
পলাশের গাছে গাছে।
বসন্ত আজ ছোঁয় মনে দোলা
প্রেমের রঙিন ছোঁয়ায়।
দখিনা বাতাস আর সাঁঝ বেলায়
গোধূলির লাল আভায়।
ফুটেছে পলাশ কৃষ্ণচূড়া শিমুল
লালে রাঙানো এই বসন্ত।
খোঁপায় বাঁধবো ফুল লাল পলাশ
মন যে আজ বড় দুরন্ত।
তোমার দেওয়া পলাশ রাঙিয়ে
মেতেছে বসন্ত উৎসব।
ফাগুনের রাঙা বসন্তের দিনে
মর্মে গাঁথা থাকবে সব।
লালনীল সবুজ আবির সাজাবো
তোমায় দোলের দিনে।
রঙ খেলা পরানে লাগিবে ব্যথা
খেলবো যখন তুমি বিনে।
জনম জনম রাঙাবে আমায়
হোলির দিনে ফুটুক হাসি,
সারাজীবন আনন্দ ধারা যেন
এই হোলির দিনে মন ভাসি।
≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
শান্তি দাস, বিষয় শিক্ষিকা(শিক্ষা বিজ্ঞান), গণকী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, শিক্ষাগত যোগ্যতা-এম এ (এডুকেশন) আগরতলা খোয়াই, ত্রিপুরা।