তোমার আঁখিতে মা
-অনিল কুমার পাল
∞∞∞∞∞∞∞∞∞∞
তোমার আঁখিতে মা একুশে ফেব্রুয়ারি অশ্রু সিক্ত জল,
তোমার আঁখিতে ভালোবাসার ভাষা মুখেতে মোদের বল।
তোমার আঁখিতে ফাগুনের পলাশ, শিমুল রক্তে রাঙানো লাল,
তোমার আঁখিতে সালাম, বরকত মুখের ভাষার জন্য জীবন দিল ৫২ সাল।
তোমার আঁখিতে তোমার ভাষা কেড়ে নিতে পারে নাই পাক হানাদার দল।
তোমার আঁখিতে ভুবন জয় করেছে বাংলার দামাল ছেলের দল।
তোমার আঁখিতে দেখো ভাষার জন্য কে দিয়েছে জীবন,
তোমার আঁখিতে বাংলা ভাষার জন্য করেছে মরন পণ।
তোমার আঁখিতে তোমার ছেলেরা পারে তোমার রাখিতে মান,
তোমার আঁখিতে দেখেছ রক্ত কেমন করে সে দান।
তোমার আঁখিতে দেখতে পাও স্মৃতিসৌধে ভাইদের স্মরণে দিচ্ছে ফুল,
তোমার আঁখিতে মা তোমার বুলি বর্ণমালা কেউ তো ভুলে না ভুল।
তোমার আঁখিতে বিশ্ববাসী স্মরণ করছে আজ ভাইদের জীবন ত্যাগ,
তোমার আঁখিতে চিরস্মরণীয় হয়ে থাকবে জীবনের অনুরাগ।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতিঃ
অনিল কুমার পাল, পিতা-মৃত দ্বিজপদ পাল, মাতা মৃত রেনু বালা পাল, তিনি (বাংলাদেশের) মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া গ্রামে ১০ জানুয়ারি ১৯৬৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি বিশেষায়িত ব্যাংকে অডিটর হিসেবে কর্মরত আছেন। অবসরে অনলাইনে লেখালেখি করেন, তার বেশ কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।