সূচিকথা
-অভিজিৎ হালদার
∞∞∞∞∞∞∞∞∞∞∞
অজস্র জন্ম ধরে জ্বলছি আমি
বিরহের দাবানলে।
জ্বলছি কত রাত চোখের পাতাবাহারে
পদার্পণ একটি ফুলের সম্পূর্ণ জীবনবৃত্তান্তে
মন প্রবাহ বিপথগামী মানুষের ইতিবৃত্তে
না ফেরার দাগ অত্যন্ত গভীরে হেঁটে গিয়ে যুদ্ধ আনে।
এক উম্মাদ কে প্রশ্ন করে খাঁ খাঁ জাগলো হৃদয়ে
ভেঙে যাওয়া গাছের শুকনো পাতায় রাজনীতি লেখা হয়েছে – টাকার নাম্বারে নাম্বারে মিলিয়ে
যেন তাঁর কথার সুরে।
আঘাত করেছে আমাকে খবরের কাগজগুলো আড়ালে ;-
মুখোমুখি দুটি নদীর সম্মুখে আমি দাঁড়িয়ে
আখর পেতেছি নবাগত অতিথির প্রচন্ড শিরার প্রাঙ্গণে
পর্বতশ্রেণী ধার করে –
হৃদপিন্ড চারশো বিষ টুকরো করে
বিলিয়ে দিই অসহায় মানুষের ভিক্ষার থালে
নগণ্য শিশুর হাড়ে বিরতির ‘শূন্য’ কথা
কীটপতঙ্গদের সুচে আসামী গ্রেপ্তারী হয়
হীরক জয়ন্তী রাত্রে।।
∞∞∞∞∞∞∞∞∞∞∞
লেখক পরিচিতি:-
লেখক অভিজিৎ হালদার এর জন্ম নদীয়া জেলার অন্তর্গত মোবারকপুর গ্রামে। স্কুল থেকেই লেখালেখি করতে পছন্দ করে তাই তো বিভিন্ন পএ পত্রিকায় লেখালেখি করে থাকে। বর্তমানে তিনি নদীয়া জেলার অন্তর্গত মাজদিয়াতে অবস্থিত সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের অনার্সের ছাত্র।
লেখকের প্রথম কবিতার বই -” প্রথম আলো (২০২১)
~ লেখক মূলত বিভিন্ন ধরনের লেখালেখি করে থাকে। ছোট গল্প ,বড়ো গল্প এছাড়া মাঝে মধ্যে উপন্যাস কিংবা নাট্যগল্প এছাড়াও অন্যান্য কিছু লিখে থাকে।