অনুযোগ তোমার প্রতি

-সিরাজুল ইসলাম মোল্লা

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

অত ভাবাবেগ বুঝিনা, বুঝি আমি সৃষ্টি, তুমি স্রষ্টা,

পাপ পূণ্য বুঝিনা, বুঝিনা কেন বা আমি পথভ্রষ্টা!

তুমি একত্ববাদ সর্বেসর্বা, সৃষ্টি-পালন-সংহারকর্তা,

কেন অতৃপ্ত অপূর্ণতা, কেন অশ্রুসিক্ত অন্তরাত্মা?

ভাগ্য বিধাতা, তোমার সৃষ্ট মানব-শয়তান-ফেরেশতা,

তুমি জ্ঞান বিবেকের ধারক বাহক প্রকাশক নির্মাতা।

আমিত্ব সহ দ্বীন দুনিয়ার মালিক তুমি আল্লাহ সবার,

ক্ষমা কর, রয়েছে যত গুনাহ অন্যায় ভ্রান্তি পাপাচার।

আজ কত অভিযোগ অনুযোগের প্রশ্নমালা সাজিয়ে,

রেখে গেলাম ধরণীর পরে অনিচ্ছনীয় যাতনা নিয়ে।

ক্ষমা কর গাফুরুর রাহিম, দয়া কর রাহমানুর রাহিম,

ভাগ্য বরণে কাঁদে জীবন, বিবেক কেন বৈষম্যে হিম?

কেন আগ পাঠাও পরে নাও, পরে পাঠাও আগ নাও,

আলেমের ঘর জালেম, জালেমের ঘর আলেম দাও!

ধনী গরিব, শোষক শোষিত হতে কি এসেছে- শুধাও,

শ্রমে অর্থ না পায়, বিনাশ্রমে অসুস্থতা- মুযিযা বুঝাও।

কেন হেদায়েত না করো, কেন গজবে ধ্বসে না দাও,

ঐ বেঈমান মুনাফেক মুখোশধারীদের, যদি শুধাও!

বৈষম্যের ভারসাম্য রাখতে যদি একটু সম দৃষ্টি দাও,

সরলতা সত্যতার বিজয় প্রতি একটু বিশ্বাস জাগাও।

মানুষের প্রতি অভিযোগ নাই, নাই সৃষ্টিতে অনুযোগ,

মানুষ কি করে, কি করতে পারে, আছে কি সুযোগ?

যদি আল্লাহ নাই করো, খেলে লীলা খেলা সাধ্য কার,

আমিত্বে আমি নাই, আমি তো ইচ্ছের স্বরূপ তোমার।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি- 

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাস পুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*