সুরলোকে স্বতন্ত্রে
-গণেশ পাল
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
জনস্রোতে উৎপন্ন সময়ের কথন
দলে দলে মানুষের মিছিল
আমার বুকের সীমানায় ।
সেই মিছিলের ভেতর
আমার বুকে কবি গান —-
আমার মুখের ভাষার খ্যাতি
আয়ত্ত করে প্রশস্ত হয়েছে ।
সারা বিশ্বে
বিকশিত চিন্তা স্মৃতি তাই
প্রবর্তিত হয় আত্মনির্ভর ইচ্ছায় ।
সুবর্ণময় স্বরগ্রামে
অ আ হতে শেষ পর্যন্ত
অক্ষর সকল আহা
আমার জীবনের সবচেয়ে দামী ।
স্বীয় মাতৃভাষা মাতৃভূমির জন্য এখন
গেয়ে উঠি
সুরলোকে স্বতন্ত্রে
বিজয়ের গান ।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি :
কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল, জন্ম ও জন্মস্থান : বাংলাদেশের রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে পালপাড়ায় ১৯৫০ সালের ০২ জুলাই, জন্ম গ্রহণ করি । শিক্ষাগত যোগ্যতা : ১৯৭২ সালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে বিএ পাস করেছি । কর্মজীবন : ১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদে অবসর গ্রহণ করি । লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি । আমার লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি: যথা — ১ টি কাব্যগ্রন্থ , ৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস । অনেক গ্রন্থ অপ্রকাশিত রয়েছে ।