বসন্তসাজ
-সিরাজুল ইসলাম মোল্লা
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কৃষ্ণচূড়ার ফুলে ফুলে রাঙানো পিচ ঢালা পথ,
মরা পাতা ঝরে পড়ে পত্র বৃষ্টির মত অনবরত।
স্বপ্নরা সুদূর দিগন্ত ছুঁয়ে, হরণ করে পথিক মন,
মৃদু সমীরণ জাগোয় স্পন্দন দোলা লাগা ক্ষণ।
নীলাভ রক্তিমাকাশে মায়াবী সাদা মেঘের ভেলা,
হাতছানি দেয়া স্তব্ধ ধূসর নৈসর্গিক পড়ন্ত বেলা।
আবির রাঙ্গা রাধাচূড়া শিমুল পলাশের মভ করে,
বাসন্তী প্রেমে ধরণীর বুকে ঝড় তুলে নতুন করে।
বসন্ত এলো বলে হৃদ গহীন উকি মারে নব সাজ,
আম্রমুকুল ঝরে পড়ে, নব পল্লবে প্রকৃতির রাজ।
পিউ পিউ কুহু কুহু ডাকে, সমীরণ ফুলেল মাখে,
প্রভাতী-সান্ধ্যরূপ মননে সুর তোলে জীবন বাঁকে।
বাট হতে মাঠ, হ্যাচি দূর্বা শ্যামা পথপাশ ছড়িয়ে,
তালগাছ খেজুরগাছ মিলেমিশে দিগন্ত জড়িয়ে।
যুক্ত গেঁয়ো পথটা চলে গেছে সোজা বর্ণালী হাট,
সবুজে সবুজে সাজানো সবুজাব মাঠ-ঘাট-বাট।
নভে পূর্ণ চাঁদ, আলোক রশ্মি তার দীঘির জলে,
শুভ সন্ধ্যায় শুভ সকালের প্রতিরূপ কথা বলে।
চিরল পাতার ফাঁকে পড়ন্ত লালিমা ছবি আঁকে,
বসন্তসাজ ঢেউ তুলে কোন অদূরে কাকে ডাকে!
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাস পুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা।