অক্ষরে অমরত্ব

-মাই ফেয়ার চৌধুরী

∞∞∞∞∞∞∞∞∞∞∞

মাতৃভাষা প্রভু প্রদত্ত ভাষা,

এই ভাষাতে আত্মতৃপ্তির খাসা।

মাতৃকোলে প্রথম বাংলা বুনি,

মায়ের মুখে বাংলা প্রথম শুনি।

দেহ-মন জুড়ে বাংলা ভাষা,

এই ভাষাতে ভবের যত আশা।

বর্ণমালায় পরিচিত বাল্য শিক্ষায়,

পাঠদান গুরু জনদের দীক্ষায়।

রক্ত মাংসের ত্যাগে বাংলা গড়া,

ভাষার জন্য বীর সন্তানরা মরা।

কত মা জননী প্রিয় সন্তান হারা,

শহীদি মিছিলে অগণিত প্রাণ ঝরা।

বর্ণমালায় আমার ভাষা পড়া,

অক্ষরে অক্ষরে লিখি ছড়া

অক্ষরে অমরত্ব রবে তোমরা।

∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

মাই ফেয়ার চৌধুরী, মাতা-লায়লা বেগম, পিতা-রমজু চৌধুরী, আগ্রাবাদ সি,ডি,এ আবাসিক এলাকা, ডাক-বন্দর,থানা- ডবল মুরিং

জিলা – চট্টগ্রাম।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*