বাংলা আমার গর্ব

-মানস দেব

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

বাংলা আমার মাতৃভাষা

বাংলা আমার গর্ব ,

বাংলা ভাষায় কথা বলে

ভূমিতেই পাই স্বর্গ ।

বাংলা আমার হৃদয় জুড়ে

বাংলাতেই নিই শ্বাস ,

বাংলা আমার জগতপুর

বাংলা আমার বিশ্বাস ।

বাংলা আমার প্রেমের ধ্বনি

বাংলাতেই করি কাজ ,

বাংলাকে যে অবহেলা করে

মনে জাগে ভীষণ লাজ ।

বাংলা আমার নয়ন মনি

নিকানো উঠানের গোলাপ ,

বাংলা আমার পালতোলা নৌকা

বাংলাতে করি আলাপ ।

বাংলাতে লাগলে ঘৃণার থাবা

হৃদয় ওঠে গর্জে ,

অনিষ্ট কারীর রক্তচক্ষুকে

ধ্বংস করে রণতুর্যে ।

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

কবি পরিচিতি –

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর গ্রামে জন্ম । বর্তমানে উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের শিক্ষক । বহুদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। প্রথম কাব্য গ্রন্থ ” অনুভব “।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*