ঈগলের মতো জীবন
-অভিজিৎ হালদার
≈≈≈≈≈≈≈≈≈≈
ঈগলের মতো এ জীবন
ঈগলের ডানায় লম্পট জীবন
সমস্ত অট্টালিকা চু্র্ণ- বিচূর্ণ করে
হেমন্তের পাতা ঝরার মতো সহিষ্ণু হৃদয়
যতটা সহনশীল মঙ্গল কিংবা শুক্র গ্রহ
তার চেয়েও সহনশীল পৃথিবীর নৈসর্গিক পথ।
ঈগলের ডানা হতে চোখের নোঙর
দূরত্ব নাশকারী স্যাটেলাইট নীলাভ সংবাদ
আমি সাদা মেঘের বৃষ্টির বিন্দু কুঁড়িয়ে রেখেছি জোনাকিদের কারাগারে।
ঈগলের মতো এ জীবন
মনোযোগ নেই সরীসৃপের উপন্যাসে
শিশুদের হৃদয় পাথরের টুকরো হয়ে মরুফুল ফোঁটে
দিনে কিংবা রাতে।
তোমরা ঘাসেদের দল নিয়ে সৈন্য গড়েছো
আমাদের বিরুদ্ধে……. এ জীবন ঈগলের দেওয়া
চিরজীবি অমর্ত্য এই তো সম্মান।
দ্বৈরথ জীবন যদি হয় চাওয়া-পাওয়া
তবে অবিনশ্বর এই পৃথিবীর মানে বেঁচে থাকা।
শান্তি নেই পৃথিবীতে আজ – বড়ই ঝড় বড়ই ঝড়
তুচ্ছ হৃদ্যতা প্রীতি নেই সুরকার কোথাও
কীটপতঙ্গর আঘাতে ঘর পুড়ে ছাই।।
≈≈≈≈≈≈≈≈≈≈
লেখক পরিচিতি:-
লেখক – অভিজিৎ হালদার, জন্ম – ১ লা সেপ্টেম্বর ২০০১, জন্মস্থান – মোবারকপুর, পিতা- কার্ত্তিক হালদার, মাতা- আরতি হালদার
জেলা – নদীয়া, রাজ্য – পশ্চিমবঙ্গ। শিক্ষাজীবন: – প্রাথমিক শিক্ষা মোবারকপুর প্রাথমিক বিদ্যালয়ে , মাধ্যমিক শিক্ষা – ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। **লেখক বর্তমানে সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ভূগোল অনার্সের ছাত্র। বই – ‘প্রথম আলো (২০২১) *** লেখক বিভিন্ন ধরনের লেখালেখি করে থাকে মূলত তিনি কবিতা, ছোট গল্প, বড়ো গল্প, নাট্যগল্প , এছাড়াও মাঝে মধ্যে উপন্যাস লেখার চেষ্টা করে। বিভিন্ন পএ পত্রিকার লেখালেখি করে। কবিতার পাতা একটি খুবই ভালো প্লাটফর্ম লেখকের মনোভাবে।