রাজ্যপাটে
-অনিল কুমার পাল
≅≅≅≅≅≅≅≅≅≅≅
চোখ মেলে দেখি বাংলার রূপ
বসন্তে রাঙিয়েছে সবার মন
কোকিলের কুহুতানে।
খেলা সাঙ্গ হবে গোধূলি বেলায়
এই কথা ভাবিও সব সময়
সুরের এর বিতানে।
রজনী প্রভাতে রঙিন সূর্যের
দিনের আভাস বলে দিয়ে যায়
পাখিদের কলতানে।
তারা ভরা রাতে চাঁদের কিরণ
আলো বিকিরণ করে না তো তারা
দেখি যে রোজ বিহানে।
রাজার রাজ্যপাটে এ আয়োজনে
প্রজার মাঝে জাগে ছাড়া দিবে গো
বছরে কর প্রদানে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
অনিল কুমার পাল, পিতা মৃত দ্বিজপদ পাল মাতা মৃত রেনু বালা পাল তিনি মাগুরা জেলার অন্তর্গত পুটিয়া (বাংলাদেশ) গ্রামে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি এখন একটি বিশেষায়িত ব্যাংকে অডিটর হিসেবে কর্মরত আছেন। অবসর সময়ে তিনি অনলাইনে লেখালেখি করে থাকেন, তাছাড়া তার কয়েকটি যৌথ কাব্যগ্রন্থে লেখা প্রকাশিত হয়েছে। জাতীয় দৈনিকেও কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে।