তুমি থেকো ভালো
-ইন্দিরা দত্ত
∞∞∞∞∞∞∞∞∞
বাড়বে যতো হৃদে ব্যথা ততোই হবে প্ৰিয়,
মনের সুখে তুমি না হয় দুঃখটুকু দিও।
যতই কষ্ট দাও না কেন বাইবো জীবন নদী,
অশ্রুধারা ঝরছে কত দেখতে তুমি যদি।
কাঁটার পথে চলতে গেলে জানি রক্ত ঝরে,
কাঁটার জ্বালা সইবো জেনো কেবল তোমার তরে।
পুড়তে পুড়তে সোনা যেমন হয় গো জানি খাঁটি,
প্রেম আগুনে জ্বলছি আমি সবই করছি মাটি।
যেমন থাকি দুঃখ তো নেই তুমি থেকো ভালো,
জানি সকল ভালোবাসা পায় না সুখের আলো।
তাতেই আমি রইবো সুখে,দুঃখ যাবে ঘুচে,
হয়তো তুমি হৃদয় থেকে দেবে আমায় মুছে।
আমার কষ্টে তুমি না হয় সুখের প্রদীপ জ্বেলো,
ধূপ হয়ে তাই পুড়বো আমি একবার আঁখি মেলো।
ধূপের মতন নীরব পুড়ে গন্ধে দেব ভরে,
চলার পথে প্রেমের রঙটা রাখবো হৃদে ধরে।
তুমি আমার চলার পথে কাঁটা ভরে দিও,
বুকটা আমি দেবো পেতে তোমার তরে প্রিয়।
তোমায় আমি ভালোবেসে দুঃখ পেলাম শুধু,
বুকের মাঝে হাহাকারে মরুভূমি ধু ধু।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি –
আমি ইন্দিরা দত্ত। একজন গৃহবধূ ও গৃহশিক্ষিকা। লেখা আমার নেশা। এছাড়া বই পড়া,আবৃত্তি করা,নাচ-গান আমার ভীষণ ভালো লাগে। বাগান করাও আমার নেশার মধ্যে পড়ে। পিতার নাম- ঈশ্বর শ্যাম সুন্দর বিশ্বাস। মাতার নাম – বীণাপানি বিশ্বাস। স্বামীর নাম – উৎপল দত্ত।