স্মৃতির দর্পণে
-আশীষ খীসা
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
স্মৃতিগুলো ভাঁজে ভাঁজে জমে থাক
জীবনের স্মৃতির এ্যালবামে,
কোন একদিন দেখে নেবো অবসরে
যদি পড়ি জীবন চলার পথে জ্যামে।
মানুষের জীবনে কত স্মৃতি লুকিয়ে থাকে
মনের আড়ালে স্মরণ শক্তির অভাবে,
মাঝে মাঝে ভেসে উঠে মনের দর্পণে
প্রকাশ পায় তা আচার-আচারণ ও স্বভাবে।
মাঝে মাঝে স্মৃতি কাঁদায় ও হাসায় এবং
জাগরিত ও শিহরিত করে মানুষকে,
এভাবে সুখে-দু:খে চলে মানুষের জীবন তরী
অবশেষে জগতের শ্বাশত ও চিরন্তন নিয়মে
প্রত্যেকের মেনে নিতে হয় অন্তিম লগ্নে মরণকে।
প্রাণবায়ু চলে যায় অগোচরে দেহ থেকে
নিথর পড়ে রয় রক্ত-মাংসের দেহ এই সুন্দর ভুবনে,
অবশেষে রক্তের কণিকাও হয় স্থির ও অকেজো
কাজ করেনা আর দেহের অঙ্গ-প্রত্যঙ্গে কোনখানে।
সাথে সাথেই মন,দেহ,সবকিছু হারিয়ে যায় চিরতরে
থাকে শুধু মানুষের কীর্তি ও জীবনের স্মৃতি,
ভেসে উঠে তার জীবনের কম বেশী প্রতিটি ক্ষণ
ও কর্মকাণ্ড স্মৃতির এ্যালবামে ও স্মৃতির দর্পণে।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি :
কবি আশীষ খীসা , পিতা – বিনয় ক্রান্তি খীসা, মাতা – গোপা দেবী খীসা, গ্রাম – তুলাবান, ডাকঘর-মারিশ্যা,উপজেলা-বাঘাইছড়ি, জেলা-রাঙ্গামাটি।তাঁর জন্ম স্থান-রাঙ্গামাটি সদর।তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বর্তমান কর্ম স্থল-ভরিরমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা-আলীকদম,জেলা বান্দরবান পার্বত্য জেলা।তার যৌথ কাব্যগ্রন্থ ১৪টি। তিনি একাধারে কবি,সাহিত্যিক,গীতিকার ও শিল্পী। তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সহিত জড়িত আছেন। তিনি তার সাহিত্যকর্মের জন্য এ যাবত অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।