ভুবন এসে দেখা

-দিপেন্দ্র নাথ রায়

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

জন্ম একা, মৃত্যু একা,

ভুবন এসে দেখা;

জন্ম নিলে মৃত্যু হবে

ভাগ‍্য থাকে লেখা।

বিদায় কালে যাইতে হবে

সবি রেখে ফাকা,

কিসের বন্ধু কিসের স্বজন

দিবে তোমায় ঢাকা।

ভুবন মায়া পুতুল খেলা

আছি কতো বেলা?

জীবন সংসার অনেক জ্বালা

জীবন বাঁচার খেলা।

কেউ বা থাকে অনাহারে

কঠিন চিন্তা জ্বালা,

মানুষ হয়ে বুঝে না কেউ

ভালো মানুষ শালা।

জন্ম থেকে ছুটি শুধু

টাকা ও ভাই টাকা!

শেষে যখন মরণ হবে

থাকবে পরে একা।।

∼∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিত :

দিপেন্দ্র নাথ রায় ১৪ই জানুয়ারি ২০০৩ সালে। বাংলাদেশের রংপুর বিভাগে,নীলফামারী জেলা, জলঢাকা থানা, তালুক গোলনা(দলবাড়ী পাড়া) গ্রামের এক মধ‍্যবিত্ত হিন্দু পরিবারে আমার জন্ম। ডাক নামঃ দিপু। পিতা অমল চন্দ্র রায় এবং মাতা সুন্দরী রাণী রায়। আমার পেশা – ছাত্র। কবিতা লেখা-লেখি ক্লাস ইন্টারমেড়িয়েট থেকে। প্রথম কবিতা *সকাল* থেকে শুরু এবং আলোকিত সকাল ( সাহিত্য পাতা ) পত্রিকায় কবিতাটি প্রকাশ পায়। তবে বিভিন্ন গ্রুপে কবিতা পোষ্ট করি। মূলত শখের বসেই কবিতা লেখি। যা প্রকৃতি ভালোবাসা আমাকে মুগ্ধ করে এবং বাস্তব জীবন কাহিনী তুলে ধরা চেষ্টা করি।

বিঃদ্রঃ-স্বনামধন্য গুণী কবিদের কাছ থেকে ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করছি।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*