বসন্ত

-পলাশ বরণ দাশ

≈≈≈≈≈≈≈≈≈≈≈

নব বসন্তে দোলা দিলো

প্রথম প্রেমের শিহরণ

বসন্ত বাতাসে তোমায় খুঁজে

আমার অবুঝ মন।

মধুর সুরে ডাকছে কোকিল

বাগানে ফুটেছে ফুল

ইচ্ছে করে কবিতা লিখি

হৃদয় হয়েছে আকুল।

দখিন হাওয়া জানালা দিয়ে

ফুলের সুবাস আসে

মনটা আজ উদাস হয়ে

প্রেম জোয়ারে ভাসে।

আজি ফাগুনের সুরেলা গান

আমার অন্তরে জাগে

হৃদয় আবেগ উপচে পড়ে

প্রেমের ছোঁয়া লাগে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

পলাশ বরণ দাশ ( কবি ও শিক্ষক ) মহাজন বাড়ি, দক্ষিণ জলদী, বাঁশখালী পৌরসভা, বাঁশখালী, চট্টগ্রাম, বাংলাদেশ। কবি নিয়মিত লিখছেন – পরমাণু কবিতা, অণু কবিতা, ছোট গল্প, সুষম ছন্দের কবিতা, রম্য রসাত্মক ও ভৌতিক গল্প। বাংলা সাহিত্যের পাশাপাশি কবি বিশ্বের ৪৭টি Country তে নিয়মিত কবিতা লিখছেন। তাঁর মুখ্য উদ্দেশ্য হচ্ছে বাংলা সাহিত্য কে আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত করা। কবি সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*