একটি মরমি কবিতা

-সত্যজ্যোতি রুদ্র

∞∞∞∞∞∞∞∞∞∞

ভাবনারা কেবল উঁকিঝুঁকি দেয়

কাঙ্খিত মনের মধ্য গগনে,

আঁকিবুঁকি খেলে পরিযায়ী ডানা মেলে

উড়ে যেতে চায় নীল নবঘনে

যেখানে অসাড়তা বিশ্রাম নিতে চায়

নিশুতি রাতের মন্দ্র প্রহরে,

পরতে পরতে প্রসব করে

মগজ ঝালাই করা শব্দের নামতা,

রঙিন খামে লিখে যায় সোহাগী চিরকুট।

গানের পাপিয়া ডালপালা সাজায়

প্রসূত কল্পনার ভাঁজে ভাঁজে,

কবিতার দুটি ডানা আঁকে নীলাদ্রির

আবেশ জড়ানো শরীরে,

ঘামে ভেজা ঠোঁট নিবিড় আলিঙ্গনে

প্রগাঢ় চুম্বন দেয় ভালোবাসার রং ছিটানো

ফাগুনের পলাশরাঙা তুলতুলে গালিচায়,

প্রলুব্ধ চিন্তন লুটোপুটি খায়

সীমাহীন আবেগীয় লহরীতে।

হৃদয় দুয়ার খুলে দখিনা বাতাসে

উড়ে চলে স্বপ্নের দুটি ডানা,

যেখানে ভর করে শত জনমের সাধ আর

আগাগোড়া প্রণয় কাহিনীতে মোড়া

হৃদয়ে নিটোল জলছবি আঁকা

একটি মরমি কবিতা।।

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি–

সত্যজ্যোতি রুদ্র,সহকারী শিক্ষক (কণ্ঠশিল্পী,সুরকার ও গীতিকার),বাংলাদেশ বেতার ও টেলিভিশন। উপজেলা– চকোরিয়া,জেলা– কক্সবাজার প্রিয় শখ — সঙ্গীত সাধনার পাশাপাশি কবিতা লিখতে ভালোবাসি। বিঃদ্রঃ-স্বনামধন্য গুণী কবিদের কাছ থেকে ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করছি।

 

 

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*