অতসীর সম্পর্ক নিয়ে
-গণেশ পাল
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
আমি যখন অতশত বুঝি না
তখন অতসীফুল আমাকে দেখে —–
আমিও চেয়ে চেয়ে থাকি সেই
অদৃশ্য সম্পর্কের দিগন্তে ।
যখন এই মন হার মানতে চায় না
যখন নিজেকে নিয়ে বিমুগ্ধ হই
তখন সেই চিরকালের আহুত হৃদয়
হৃদয় মোহনায় ছুঁয়ে থাকে না কেন ?
তবু সেইক্ষণ ক্ষণিক স্মৃতি হয়ে জড়ায় —–
তবু নিশুতি ভাঙ্গায়ে যদি নিলাজ হয় তখন
আমি যেন ফুলের সুবাস নিতে নিতে
ভুলতে চাই দুঃখ বেদনা সব ।
মানুষেরা কি এইভাবে সবাই দুঃখ ভুলে ?
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি :
কবি গণেশ পাল, পিতা মৃত রাধা গোবিন্দ পাল, মাতা মৃত উর্ম্মিলা রানী পাল , জন্ম ও জন্মস্থান :১৯৫০ সালে ০২ জুলাই বাংলাদেশর রাজশাহী বিভাগের নাটোর জেলায় নাটোর শহরে পালপাড়ায় জন্মগ্রহণ করেছি। শিক্ষা: ১৯৭২ সালে নাটোর নবাব সিরাজউদ্দৌলা কলেজ থেকে বিএ পাস করেছি । কর্মজীবন : ১৯৭৪ সালে বাংলাদেশ সরকারের সমবায় বিভাগে চাকরি গ্রহণ করে ২০০৮ সালে পরিদর্শক পদে অবসর গ্রহণ করি । লেখালেখি : কলেজ জীবন থেকে লেখা শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে লিখে চলেছি । আমার লেখার প্রকাশিত একক বইয়ের সংখ্যা মোট দশটি : ১টি কাব্যগ্রন্থ , ৬ টি গল্পগ্রন্থ ও ৩ টি উপন্যাস । যৌথকাব্যগ্রন্থ : দশের অধিক । অনেক অপ্রকাশিত গ্রন্থ রয়েছে ।