মারিনা লিওনোভা
-অভিজিৎ হালদার
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
এক পদাতিক সমুদ্র অভিযান মারিনা লিওনোভা আমাদের নীল চোখের মণি জয়
প্রতিটি অট্টালিকা যুদ্ধের আগুনে ছাই
গত শীতকালে চাষের জমির ফসলে ভিনদেশী পোকার আক্রমণ
তুমি তা জানো সবই।
প্রান্তর জুড়ে ধ্বংসের খেলা মৃত্যুর রঙমিছিল
টেলিগ্রাফির পোস্ট জুড়ে শহর আজ বেনামী হয়েছে
তার খোঁজ কেউ রাখে না শুধু বিশ্ময় !
মারিনা লিওনোভা এক সমুদ্রজন্মে হলুদ পাখির জীবাশ্মের কালিতে
সমস্ত রাষ্ট্রের রাজনীতি লেখা হয়েছিল
তা আজ বেশ পুরানো।
পৃথিবীর সমস্ত মানুষ গ্রেপ্তারী নাগরিক
এই পৃথিবীতে বিনা স্বার্থে চাষ করা হয় বহু প্রজাতি ফুলের
তবুও গাছেদের জীবন দীর্ঘ থেকে অতি নগণ্য
ঠিক তেমনি ঝরে যায় সেই ফুল ইঞ্চি ইঞ্চি জমিতে।
মানুষ: নিজের প্রয়োজনে ধ্বংস করে সমস্তকিছু
প্রকৃতি: জীবকূলকে বাঁচাতে জানে , ধারণ করতে শেখায়।
এ এক জানা অজানা কাহিনী মারিনা লিওনোভা
তুমি তা জানো সবই।
বিরাট আদি নক্ষত্রের জীবনে
আমাদের পথচলা ক্ষয়িষ্ণু রাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা আন্দোলনে
পোড়া শহর লাশের ছাই
তাঁর মাঝে দাঁড়িয়ে আছো তুমি !!
এক পদাতিক সমুদ্র অভিযান মারিনা লিওনোভা
আমাদের হাতের রেখা জুড়ে বসতবাড়ি উঠছে গড়ে
প্রতিটি অট্টালিকা যুদ্ধের ছাই থেকে জীবৃত হয়ে।
এখন শীতকালে চাষের জমির ফসলে ভিনদেশী পোকার আক্রমণ কম
তুমি তা জানো সবই।
নৈসর্গিক অধ্যায়ের সমস্ত পাতা’গুলো পালকহীন, তুমি তা জানো সবই।
মারিনা লিওনোভা পৃথিবীর অন্ধকার পথে আলো জ্বেলে নির্ভীক হয়েছো
অবিনশ্বর ক্ষমতার তিথিতে বিশৃঙ্খল আজ তোমার হৃদয়।
এক অধিকারক্ষেত্র সাফল্য তোমার শাসনতন্ত্র
আমার জীবিকা নির্বাহ ;
অসুস্থ রিভলবারের গুলিতে আমি বিদ্ধ।।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
লেখক পরিচিতি:-
লেখক – অভিজিৎ হালদার, জন্ম – ১ লা সেপ্টেম্বর ২০০১, জন্মস্থান – মোবারকপুর, পিতা- কার্ত্তিক হালদার, মাতা- আরতি হালদার জেলা – নদীয়া, রাজ্য – পশ্চিমবঙ্গ, শিক্ষাজীবন: – প্রাথমিক শিক্ষা মোবারকপুর প্রাথমিক বিদ্যালয়ে , মাধ্যমিক শিক্ষা – ভাজনঘাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। **লেখক বর্তমানে সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের তৃতীয় বর্ষের ভূগোল অনার্সের ছাত্র। বই – ‘প্রথম আলো (২০২১)’ *** লেখক বিভিন্ন ধরনের লেখালেখি করে থাকে মূলত তিনি কবিতা, ছোট গল্প, বড়ো গল্প, নাট্যগল্প , এছাড়াও মাঝে মধ্যে উপন্যাস লেখার চেষ্টা করে। বিভিন্ন পএ পত্রিকায় লেখালেখি করে। কবিতার পাতা একটি খুবই ভালো প্লাটফর্ম লেখকের মনোভাবে।