তারায় খচিত
-কাজী সেলিনা মমতাজ শেলী
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
তারায় খচিত আকাশ, বিচিত্র অপরূপ এক মহিমা,
সাগরে যখন ঢেউ ওঠে, মনে হয় সলিল মহাগরিমা।
শরৎ প্রাতে সমিরণ এসেছে শাপলা ফোটা ঝিলে,
সেই গল্প হলো চাঁদের উঠানে, ওই আকাশ নীলে।
উঠবে জ্বলে সন্ধ্যা প্রদীপ, জীবন রেখার অভিলাষে,
উৎসব বাতি জ্বলছে যেন, ভালোবাসার প্রাণ ঘেঁষে।
আকাশ সুন্দর যেন এই আকাশ মনের প্রতিবেশী,
তাই বুঝি, তারাগুলি নিশি রাতে জ্বলে এত বেশী।
সূর্য ওঠা ভোরে যেন মঙ্গল দীপ নির্মল করে এই ভুবন,
ভোরের নিদ্রা ভেঙ্গে, ফুলেদের হলো এই ভুবন আপন।
দরদী আসমান তুমি চলে গেলে চাঁদ কোথা পাবো,
নিখিল আঁধার হলে, সে আঁধারে কেমন করে রব।
≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅
কবি পরিচিতি-
পাইকগাছা খুলনা বাংলাদেশ